শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeজাতীয়করোনা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

করোনা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: করোনা মহামারি ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই বলে সংসদে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেই দেশে এখনো মৃত্যুর হার কম।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বরাদ্দ ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ট্রিটমেন্ট প্রোটকল করেছি। বাংলাদেশে একটি আধুনিক ট্রিটমেন্ট প্রোটকল করা হয়েছে। সেই কারণে আমাদের দেশে এখন ১ দশমিক ৩৬ ডেথরেট।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলে খোঁজ নিয়েছি। সেখানে ৫০টি হোটেল ভাড়া হয়েছে এবং ৩ হাজার ৭০০ জন সেখানে ১ মাস থেকেছে। ব্রেকফাস্ট-লাঞ্চ এবং ডিনারের জন্য ৫০০ টাকা করে খরচ হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments