শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeজাতীয়ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৫ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৫ বাংলাদেশি

বাংলাদেশ প্রতিবেদক: ভারতে অনুপ্রবেশ ও লকডাউনে আটকে পড়ার অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বুড়িমারী স্থলবন্দর দিয়ে তাদের ফেরত দিয়েছে ভারতীয় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ।

বুধবার বিকেল ৩টার দিকে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। তারা সবাই কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা।

গত শনিবার তাদের মুক্তির আদেশ দিয়েছিল ভারতের স্থানীয় একটি আদালত। মুক্তির আদেশের চারদিন পর দেশের মাটিতে পা রাখলো ২৫ বাংলাদেশি।

ভারতের ধুবড়ি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার তারা দেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও সকল প্রক্রিয়া শেষ করে বুধবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন।

ভারতের হাইর্কোটের আইনজীবী অসীম দাস গুপ্ত এবং ধুবড়ি আদালতের আইনজীবী রাজস্বী দাস গুপ্ত আটক বাংলাদেশিদের পক্ষে আইনি লড়াই করেছেন।

বুড়িমারী ইমিগ্রেশন (ওসি) আনোয়ার হোসেন জানান, ভারতে আটক ২৫ বাংলাদেশির বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হলে তারা ভারতীয় পুলিশের কাছে আটক হন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কুড়িগ্রামের চিলমারী উপজলোর রমনা ব্যাপারীপাড়া এলাকার বেশ কয়েকজন বৈধ উপায়ে ভারতে যান। এর মধ্যে লকডাউনে আটকা পড়েন ২৬ জন। ভারতে দ্বিতীয় দফায় লকডাউন শুরুর আগে চেংরাবান্ধা চেকপোস্ট খুলে দেওয়ার কথা শুনে তারা রওনা দেন দেশের ফেরার জন্য। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৩ মে আসামের ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।

এরমধ্যে গত ১ জুলাই কারা হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যান। কয়েকদিন পর তার মরদেহ দেশে স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments