শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়কঠোর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী-বিজিবি, আদেশ পেলেই নামবে মাঠে

কঠোর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী-বিজিবি, আদেশ পেলেই নামবে মাঠে

বাংলাদেশ প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তবে এখনও দাফতরিক কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। তবে নির্দেশনা পেলেই মাঠে নামতে প্রস্তুত রয়েছে সংস্থা দুটি।

বাংলাদেশ বর্ডার গার্ডের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই প্রস্তুত রয়েছি। তবে অফিসিয়াল কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে আমাদের যেভাবে কাজ করতে বলা হবে আমরা সেভাবেই কাজ করতে প্রস্তুত আছি।

একই কথা জানান বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর-এর সহকারী পরিচালক মো. রাশেদুল হক। তিনি বলেন, আমরা এখনও অফিসিয়ালি কোনো আদেশ পাইনি। আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সেনাবাহিনী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments