শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়ঈদে একসাথে নয়, ধাপে ধাপে ঢাকা ছাড়ার পরামর্শ

ঈদে একসাথে নয়, ধাপে ধাপে ঢাকা ছাড়ার পরামর্শ

বাংলাদেশ প্রতিবেদক: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবার প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে। ঢাকা ছাড়বে প্রায় কোটি মানুষ। এ সময় তীব্র যানজট আর সড়কে নানা ঝক্কি-ঝামেলায় চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই ভোগান্তি কমাতে পরিবারের সদস্যদের একসাথে নয়, ধাপে ধাপে ঢাকা ছাড়ার পরামর্শ দিয়েছেন বুয়েটের অধ্যক্ষ ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. মোহম্মদ হাদিউজ্জামান।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।

হাদিউজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে গড়ে প্রতিদিন ৩০ লাখ মানুষ ঢাকা ছেড়ে যান। কিন্তু পরিবহনগুলোর যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে মাত্র ১৫ লাখ। তাই ঢাকায় বিশেষ কোনো কাজ না থাকলে পরিবারের অর্ধেক সদস্যের ২০ রোজার পরপরই ঢাকা ছেড়ে যাওয়া ভালো। এতে ভোগান্তি কমবে। আর যাদের কাজ রয়েছে তাদের ২৭ রোজার মধ্যে ঢাকা ছাড়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, যে ৩০ লাখ মানুষ ঢাকা ছাড়বেন তারমধ্যে বাসে আট লাখ, ট্রেনে এক লাখ, লঞ্চে দেড় লাখ, ব্যক্তিগত গাড়িতে চার লাখ ও বাইক রাইড করে চার লাখ লোক ঢাকা ছাড়বেন। বাকি ১৫ লাখ লোক ঝুঁকি নিয়ে কভার্ড ভ্যান, ট্রেনের ছাদেসহ বিভিন্ন উপায়ে গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করবেন।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এবারের ঈদে এক কোটির বেশি মানুষ বিভিন্ন জেলায় যাবে। প্রায় পাঁচ কোটি মানুষ এক জেলা থেকে অপর জেলায় যেতে পারে।’

তিনি বলেন, ‘প্রতিবছর ঈদে গ্রামের বাড়িতে ছুটে চলা এবং ছুটি শেষে আবারো ফিরে আসা মানুষগুলোর কাছে সবচেয়ে বড় ভোগান্তির নাম গণপরিবহন। হোক তা মহাসড়ক, রেল কিংবা নৌপথ। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের চিত্র প্রায় একই। গত দুই বছর করোনার কারণে মানুষের এই যাতায়াত খানিকটা কম হলেও এবার প্রায় দ্বিগুণ মানুষ গ্রামের বাড়ি যাবে।’

বিশেষজ্ঞেরা বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানজট এবং চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগের পাশাপাশি বিশেষ গুরুত্ব দিতে হবে নৌ-যাত্রায়। কেননা, ঈদের সময় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রবল। আর, রেলের টিকেট কালোবাজারি ও শিডিউল বিপর্যয়ের কাটিয়ে উঠতে না পারলে ভোগান্তির মাত্রা আরো বাড়তে পারে। তাই তিন যোগাযোগ মাধ্যমকে সমন্বিতভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঈদযাত্রায় নির্বিঘ্ন করার দাবি সংশ্লিষ্টদের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments