বুধবার, মে ১, ২০২৪
Homeজাতীয়ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত

ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত

ফেরদৌস সিহানুক শান্ত: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর ও ভাষা সৈনিক গোলাম আরিফ টিপুর জানাজার নামাজ আজ শনিবার সকাল পৌণে ৯টার সময় তাঁর জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

লাশবাহী ফ্রিজেন গাড়িতে তাঁর মরদেহ সকালে জানাজা স্থলে আনা হলে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মোঃ ছায়দুল হাসান তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে গার্ড অব অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় তাঁর তার ছোট বেলার বন্ধু, মেয়ে ডানা নাজলী ও আত্মীয়-স্বজন এলাকাবাসী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরইমধ্যে গোলাম আরিফ টিপুর মরদেহবাহী গাড়িটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সেখানে জানাজার নামাজ শেষে তাঁকে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করার হবে।

১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটির অদূরে কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহন করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই।

গোলাম আরিফ টিপুর পিতা আফতাব উদ্দিন আহমদ ছিলেন তৎকালীন জেলা রেজিষ্ট্রার। ৯ ভাইবোনের মধ্যে গোলাম আরিপ টিপু ছিলেন দ্বিতীয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments