সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeজাতীয়এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে আসছে কঠোর নির্দেশনা

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলে আসছে কঠোর নির্দেশনা

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই ভিডিও দেখে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তিনবারের বেশি মামলা হলে গাড়িগুলো নিষিদ্ধ করা হবে এক্সপ্রেসওয়েতে।

এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। আর গতি ১০০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দায়ের করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে এক্সপ্রেসওয়ের অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

তিনি বলেন, ‘(এক্সপ্রেসওয়েতে) ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হবে।’

তিনি জানান, বিষয়টি নিয়ে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করেছে।

বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্ধারিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে কর্তৃপক্ষ এটিকে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করতে রাজি হয়েছে ডিএমপি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে মামলা করা হবে। বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments