শনিবার, মে ২৪, ২০২৫
Homeরাজনীতি‘এনসিপির হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

‘এনসিপির হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ডাকাত দলের সর্দার বলে মন্তব্য করেছে আমজনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।

বুধবার (২১ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এসময় তারেক বলেন, দেশে এক প্রকার অরাজকতা চলছে। কেউ যাচ্ছে সচিবালয়ে ধান্দাবাজি করতে আবার কেউ যাচ্ছে ডাকাতি করতে। তাদের আবার ছাড়তে যায় হান্নান মাসউদ। সে নব্য ডাকাতদলের সর্দার। সব জায়গায় এখন নব্য টোকাইদের আনাগোনা শুরু হয়েছে। এদের যেখানে পাবেন সেখানে লাঠি পেটা করেন।

তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার। তাছাড়া চট্টগ্রামে যারা বসবাস করে তাদের কেন আদিবাসী বা উপজাতি হিসেবে ডাকতে হবে তারও তো এ দেশের নাগরিক। এই সরকারের সমস্যা কোথায় তাদের নাগরিক বলে ডাকলে?

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments