শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeপ্রবাসের খবরকরোনায় মোট ৯ বাংলাদেশির মৃত্যু

করোনায় মোট ৯ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ছড়ানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে দেশে মারা গেছেন ৩ জন এবং বাকি ৬ জন মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশে। তবে স্বাস্থ্য ব্যবস্থার বিধি-নিষেধের কারণে বিদেশে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে এক বাংলাদেশি নারীর মৃত্যুর কথা জানায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগে সোমবার জানা যায়, গাম্বিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমাম মৃত্যু বরণ করেছেন।
এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, দেশে এখন পর্যন্ত ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন পাঁচজন এবং বর্তমানে চিকিৎসাধীন ২৫ জন।

তার আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালিতে অন্তত চারজন বাংলাদেশির মৃত্যুর তথ্য জানা যায়। তাদের মধ্যে গেল সপ্তাহে যুক্তরাজ্যে মারা যাওয়া মধ্যবয়সী এক ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির নাগরিক।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র ইতালি ছাড়া অন্যদের স্বাস্থ্যব্যবস্থার তথ্য জানানোর বিষয়ে বিধিনিষেধ আছে। তাই চাইলেই ইউরোপের দেশ থেকে আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে নির্দিষ্টভাবে তথ্য জানা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।

আক্রান্তদের মধ্যে ২ লাখ ৬০ হাজার ২৭৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ২১৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ১২ হাজার ৬২ জন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।

ইতালিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জনের শরীরে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments