শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeপ্রবাসের খবরসৌদি আরবে মিজানুর রহমান আজহারী

সৌদি আরবে মিজানুর রহমান আজহারী

বাংলাদেশ প্রতিবেদক: সৌদি আরব সফরে গেছেন বাংলাদেশের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। পবিত্র মক্কা মোকাররমায় ১২ দিন কাটানোর পর মদিনায় রাসূল সা:-এর রওজা মোবারক জিয়ারতে গেছেন বলে বাংলাদেশ সময় শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

মক্কা সফরের বেশকিছু স্থিরচিত্র ওই পোস্টে শেয়ার করেছেন মাওলানা আজহারী। প্রধান ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পবিত্র মাক্কাতুল মোকাররামায় ১২টি দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। বরাবরের মতো এবারও মক্কাপ্রবাসী প্রিয় ভাইদের আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়েছি। সবার জন্য রইলো অফুরন্ত দু’আ এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ.. সালামাতে নবির শহরে এসে পৌঁছেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলাইহ। মক্কার স্মৃতিময় দিনগুলোর কিছু স্থিরচিত্র আপনাদের সাথে শেয়ার করলাম।’

সেখানে সর্বমোট ৩৫টি ছবি তিনি শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে-পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন। প্রতিষ্ঠানটির ডাইরেক্টর জেনারেল আহমাদ ইবনে মুসাইদ আস্সুয়াইহিরি গিলাফ তৈরীর পুরো প্রক্রিয়াটি আমাদের ঘুড়িয়ে দেখান এবং ব্রিফ করেন।’

এর পরের ছবিতেই দেখা গেছে- কাবা শরিফের প্রধান ক্যালিগ্রাফার বাংলাদেশী আলেম শায়খ মুখতার আলম শিকদারের সাথে সাক্ষাৎ করছেন। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিসওয়াতুল ক্বা’বা তথা পবিত্র কাবা ঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ক্যালিওগ্রাফার শায়খ মুখতার আলম শিকদার (হাফি.)-র সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। শায়খের বিনয়, আতিথেয়তা এবং আন্তরিকতায় বিমুগ্ধ হয়েছি।’

এছাড়া, তিনি মক্কায় বাংলাদেশী প্রবাসী এবং সেখানের নানা শ্রেণি-পেশার লোকদের সাথে সাক্ষাতের স্থিরচিত্রও শেয়ার করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments