শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলামাশরাফির জোড়া আঘাতে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ

মাশরাফির জোড়া আঘাতে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ

খেলার কাগজ: চট্টগ্রাম টেস্টে যাচ্ছেতাই পারফরম্যান্সের পর মিরপুরেও টেস্ট হেরেছে ক্যারিবীয়রা পৌনে তিনদিনে। সব মিলিয়ে অনেকটা ব্যাকফুটে থেকেই আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামছে টিম ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের।

২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৩ রান।

এদিন ব্যাট হাতে নামা ক্যারিবীয় ওপেনার কিরেন পাওয়েলকে ১০ রানে বিদায় করেন টাইগার অলরাউন্ডার সাবিক আল হাসান। ২৭ বল খেলে রুবেল হোসেনের তালুবন্দি হন তিনি। দলীয় ২৯ রানে প্রথম উইকেটের পতন ঘটে টিম ওয়েস্ট ইন্ডিজের।
পরে দলীয় ৬৫ রানে উইকেটে সেট হতে থাকা ড্যারেন ব্রাভোকে দারুণ এক ক্যাচে মাঠ ছাড়া করে তামিম ইকবাল। ২১তম ওভারের চতুর্থ বলে মাশরাফি বিন মর্তুজার করা বলে ব্রাভো তুলে মারলে উড়ে এসে ক্যাচ লুফে নেন তামিম। ৫১ বলে ১৯ রান করেন ব্রাভো।

তৃতীয় উইকেটের পতন ঘটে ৭৮ রানে। ৫৯ বলে ৪৩ রান করা শাই হোপকে বিদায় করেন টাইগার অধিনায়ক মাশরাফি। মেহেদি হাসান মিরাজের তালুবন্দী হন তিনি।

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments