শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeখেলাধুলাছুটিতে পাঁচ কোচ, বিপাকে টাইগাররা

ছুটিতে পাঁচ কোচ, বিপাকে টাইগাররা

কাগজ ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে দুই মাসও বাকি নেই। বৈশ্বিক আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টাইগারদের শানিয়ে নেয়ার মোক্ষম সময় এখনই। কিন্তু হায়! এমন মহাগুরুত্বপূর্ণ সময়েও মাশরাফি, তামিমদের পাশে একজন কোচও যে নেই! হেড কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনিল যোশি, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক সবাই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন!

নিউজিল্যান্ড সফর শেষে বেশিরভাগ টাইগার সদস্যই প্রিমিয়ার লিগ খেলা শুরু করে দিয়েছেন। কেউ কেউ ব্যক্তিগত উদ্যেগে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। কেউ আবার কোচদের দেয়া হোম ওয়ার্ক সারছেন। কিন্তু সেখানে তাদের ভুল ত্রুটি দেখার কেউ নেই।

বলার অপেক্ষাই রাখছে না, তাদের উপস্থিতিতে প্রস্তুতিটি নিখুঁত নিতে পারতেন লাল সবুজের যোদ্ধারা।

বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম। তার ভাষ্যমতে- বৈশ্বিক মঞ্চের লড়াইয়ে প্রস্তুত হতে এই সময়টায় অবশ্যই কোচদের উপস্থিত থাকা উচিত ছিল। তবে এক্ষেত্রে পেশাগত দিকটিকেও প্রাধান্য দিচ্ছেন সাবেক টাইগার ওপেনার।

তিনি জানান, ‘যদি এমন হয় বিসিবি তাদের ছুটি দিয়েছে সেটা ভিন্ন কথা। যেহেতু তারা নিউজিল্যান্ডে লম্বা একটি সফর শেষে করেছে। সামনে আয়ারল্যান্ড ও বিশ্বকাপ মিলে প্রায় দুই মাসেরও বেশি সময় দলের সঙ্গে সফরে থাকতে হবে। সেই বিবেচনায় বিসিবির কাছ থেকে তারা ছুটি পেতেই পারে। কিন্তু যদি এমন হয়, ক্রিকেটাররা প্রিমিয়ার লিগ খেলছে আমাদের আর কাজ কী? আমরা এই সুযোগে ছুটি কাটাই, সেটা খুবই দুঃখজনক।’

কেন দুঃখজনক? সেই ব্যাখ্যাও দিলেন বেলিম, ‘ধরেন ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশ জাতীয় দলের যেসব ক্রিকেটাররা খেলছে নিশ্চয়ই তারা কোন না কোন ভুল করছে। সেই ভুলগুলো দেখার বা ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই। ভুলগুলো ধরিয়ে দিলে তারা এখনই নিজেদের শোধরাতে পারতেন।’

এইক্ষেত্রে উদাহারণ টানলেন সৌম্য সরকারের, ‘সৌম্যকে দেখছেন ওর ইনিংসগুলো বড় করতে পারছে না। বেশ কয়েকটি ইনিংসে ৩০-৪০ রানে আউট হয়ে গিয়েছে। এই সময় যদি ম্যাকেঞ্জি (নিল ম্যাকেঞ্জি: ব্যাটিং কোচ) দেশে থাকতো ওর ভুলগুলো ধরিয়ে দিতে পারতো।’

বোলারদের ক্ষেত্রেও অনুরূপ উদাহরণ টেনে গেলেন, ‘এই যে মিরাজ, রুবেল, সাইফুদ্দীন, নাইম যেভাবে বল করছে নিশ্চয়ই সেখানে কোন কোন ত্রুটি আছে। ওয়ালশ বা যোশি থাকলে ওদের পরামর্শ দিতে পারতো।’

শুধুই মাঠের ব্যাপারটিকেই প্রাধান্য দিয়ে ক্ষান্ত থাকেননি বেলিম। টাইগারদের মনস্তাত্বিক উন্নয়নের বিষয়টিও তার কথায় উঠে এসেছে, ‘শুধু খেলা নয়। কোচরা থাকলে মানসিকভাবেও ওরা চাঙ্গা থাকতো। আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতো। তবে আমি নিশ্চিত তারা এলে সব ঠিক হয়ে যাবে।’

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হলো। সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে জানতে চাওয়া হলো তারা কবে দেশ ফিরে টাইগারদের দেখভালের দায়িত্ব নেবেন? প্রশ্নে সুজন কিছুটা অস্বস্তি বোধ করে মিনিট খানেক চুপ থাকলেন। এরপর বললেন, ‘২০ এপ্রিল থেকে বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প। এরমধ্যেই সবাই দলের সঙ্গে দেবেন।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments