মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমুক্ত করন

কলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমুক্ত করন

মিজানুর রহমান বুলেট: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য অধিদপ্তরের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের পুকুরে রুই,কাতলা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ইউএনও শংকর চন্দ্র বৈদ্য এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আজহারুল ইসলাম, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, কলাপাড়া সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ওসি মো: জসিম প্রমূখ।

স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় এ বছর কলাপাড়া উপজেলায় ২৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments