মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ১৩ হাজার ৬'শ জন কৃষক পাচ্ছেন ধান বীজ ও সার

উল্লাপাড়ায় ১৩ হাজার ৬’শ জন কৃষক পাচ্ছেন ধান বীজ ও সার

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় বোরো ( ইরি ) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে । উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৩ হাজার ৬ শ জন কৃষক প্রণোদনায় বিনামূল্যে বীজ ধান ও সার পাচ্ছেন।

এর মধ্যে ৬ হাজার ৬ জন কৃষক ৫ কেজি করে ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন । আর ৭ হাজার কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে । উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে ।

আজ মঙ্গলবার সদর উল্লাপাড়াসহ আরো কটি ইউনিয়নের কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয় । উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উপজেলার ইউনিয়নগুলোর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বেশী হারে ফলনশীল ধান বীজ ও দুধরণের সার বিতরণ করা হচ্ছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments