মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeশিক্ষাশাহজাদপুরে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সংবাদ সম্মেলন

শাহজাদপুরে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সংবাদ সম্মেলন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম আজ ১৮ মে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর মহল্লার সীমান্ত পার্টি সেন্টার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,্ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলেন, বিগত বছরের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । এ প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ সহ পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সকল প্রবেশ পথে ম্যাপ ও আসন বিন্যাসের বোর্ড, দূরের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা, জরুরী চিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, সার্বিক নিরাপত্তাসহ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রস্তুতি গ্রহন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শাহজাদপুরের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আগামী ২০ মে শনিবার বি ইউনিট ( মানবিক বিভাগ) এর ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। এর মধ্যে এ ইউনিটে ( মানবিক) ৪ হাজার ৭১২ জন, বি ইউনিটে ( বিজ্ঞান) ২ হাজার ২০৬ জন এবং সি ইউনিটে ( বানিজ্য) ৭৭৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর ইব্রাহীম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারি কলেজে ও মওলানা ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের ৩ টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার সোহরাব আলি, শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগনসহ শাহজাদপুর প্রেস ক্লাব সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments