বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, জননেত্রী শেখ হাসিনা কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি তাঁর ক্যারিশমাটিক নেতৃত্বগুণে আজ বিশ্বনেতা হিসেবে পরিগণিত হয়েছেন। মানবতার কল্যাণে তাঁর ভূমিকা বিশ্বনন্দিত। বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, মেগা প্রকল্পসমূহের সফল সমাপ্তি এবং নানা প্রতিকুলতার মধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, তাঁর সাফল্যের মুকুটে আরেকটি পালক সংযোজন করেছে। আমরা তাঁর দীর্ঘায়ু ও স্বাস্থ্য কামনা করছি।
আলোচনা সভার সভাপতি ড. মো: ফখরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছা ছিল বাংলাদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের। জাতির পিতার সে স্বপ্নের বাস্তবায়ন করেছেন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০১৫ সালে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে। এজন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাঁর নিকট চিরঋণী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।