জয়নাল আবেদীন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসইভাবে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি উন্নয়ন প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশন দেশে বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে কাজ করে থাকে । তার একটি হলো আরডিআরএস বাংলাদেশ ।
গত বুধবার ফাউন্ডেশনের সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন বিডি রুরাল ওয়াশ প্রজেক্ট এর ৫৯ জন ব্রাঞ্চ ম্যানেজারদের কর্মশালায় অনুষ্ঠিত হয় । আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড, মো: জসীম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন পিকেএসএফএর উপ-মহাব্যবস্থাপক মো: হুমায়ুন কবীর। আরডিআরএস বাংলাদেশ নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
এদিকে একই দিনে সংস্থা কর্তৃক বাস্তবায়িত রংপুর জেলার সদর উপজেলায় রেইস প্রকল্পের আওতায় গত অর্থবছরের জানুয়ারি-জুন সেশনের শিক্ষানবিশ কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত মোঃ রাসেল মিয়ার নব উদ্যোগ পরিদর্শন করেন পিকেএসএফ কর্মকতাগণ । তাঁরা প্রশিক্ষণ গ্রহণকারী রাসেল মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। ওই প্রকল্পের আওতায় তিনি একজন অভিজ্ঞ ওস্তাদ রেখে ক্রাফটসপার্সনের তত্ত্বাবধানে ‘মোবাইল ফোন সার্ভিসিং’ ট্রেডে ৬ মাসব্যাপী দক্ষতা উন্নয়নমূলক শিক্ষানবিশি কার্যক্রম সফলভাবে শেষ করে নিজেই একটি মোবাইল সার্ভিসিং-এর দোকান দেন এবং তার এ উদ্যোগে একজন কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হয়। উল্লেখ্য, মানব সক্ষমতা বিকাশের লক্ষ্যে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে রেইস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।