ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীর রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, দেশের সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবার ত্রেগুলোকেও ডিজিটাল সুবিধার আওতায় আনা হচ্ছে।
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের মতো আধুনিক ও উন্নত পরিকল্পনা গ্রহন করা দেশরত্ন শেখ হাসিনার মতো দূরদৃষ্টিসম্পন্ন বিশ্বনেতার পইে সম্ভব। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের কাজ চলমান রয়েছে। যার মাধ্যমে সকলের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করে দেয়াই আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে ফায়ার সার্ভিস মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবে।
শনিবার (১৪ অক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক শহীদ আতাহার হোসেন। শুরুতে রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের ফলক উন্মোচন এবং বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক ওহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা ও গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।