শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৭

বাংলাদেশ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের ককটেল বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ এপ্রিল বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করা হয়। এরপর অভিযানে নেমে পুলিশ সাত কিশোর ও তরুণকে গ্রেপ্তার করে। তারা সবাই ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত।

ওয়াসিম ফিরোজ আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিস্ফোরক আইনে হওয়া মামলার এজাহারনামীয় আসামি। বাকি দুজন তাদের সহযোগী এবং ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং বাকি অপরাধীদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments