শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeআন্তর্জাতিকভারতকে কড়া হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ভারতকে কড়া হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

বাংলাদেশ প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ‘যদি ভারত আক্রমণ করে, অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে।’

শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।’

খাজা আসিফ জোর দিয়ে বলেন, ‘ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে, তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাব। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে।’

তবে খাজা আসিফ আশা প্রকাশ করে বলেছেন যে পরিস্থিতি এখনো আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।

গত মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরে চালানো বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

বিশ্ব সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়া উচিত কি না, জানতে চাইলে প্রতিরক্ষামন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে তিনি বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ সর্বদা উদ্বেগজনক। যদি পরিস্থিতি সেই রকম কিছু হয়, তাহলে দুঃখজনক পরিণতি আসতে পারে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments