জয়নাল আবেদীনঃ রংপুরে পিছিয়ে থাকা ২০ নারীকে ইলেকট্রিক্যাল বিষয়ক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রদান করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে নগরীর ধাপ সার্কিট হাউজ লেনে অবস্থিত আস্থা যুব সমাজ উন্নয়ন সংস্থা মিলনায়তনে প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা।
জয়িতা ফাউন্ডেশন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, কারুপণ্য উন্নয়ন সংস্থা’র পরিচালনায় পিছিয়ে থাকা পরিবারের ২০জন নারীকে ৫ দিন ব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড ইনস্টলেশন মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর উদ্যোক্তা উন্নয়ন ফেডারেশনের সহ-সভাপতি ফেরদৌসী কারাদিয়া, সাধারণ সম্পাদক জাকিয়া ফেরদৌস, সদস্য মুমু কবীর, রুমানা নাহিদ, সালমা, প্রশিক্ষক নুর আলম ও আনিছুর ভ‚ঁইয়া। এ ব্যাপারে আস্থা যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নাফিসা সুলতানা বলেন, নারী উদ্যোক্তার সংখ্যা বাড়লেও তারা সুই,সুতা নিয়ে পড়ে থাকে, তাই তাদের স্মাট উদ্যোক্তা হিসেবে তৈরি করার লক্ষ্যে আমরা ইলেকট্রিক্যালের উপর প্রশিক্ষণের আয়োজন করেছি। পরবর্তীতে সকল উপজেলা পর্যায়ে আমরা প্রশিক্ষণ দিবো। আমরা চাই নারীরা সর্বক্ষেত্রে স্মাট হোক। তারা যেন অন্যের উপর নির্ভর না হয়ে নিজের পায়ে দাড়াক।