রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাবাঁধ ভেঙে পানি ঢুকছে টাঙ্গুয়ার হাওরে

বাঁধ ভেঙে পানি ঢুকছে টাঙ্গুয়ার হাওরে

বাংলাদেশ প্রতিবেদক: নজরখালী বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরের দিকে পানি ঢুকছে। পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বেড়ে যাওয়ায় টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধটি ভেঙে যায়। শনিবার (২৬ এপ্রিল) সকালে নজরখালী বাঁধটি ভেঙে যায়।

হাওর পাড়ের কৃষক ও সার্বিক গ্রাম উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, টাঙ্গুয়ার হাওরটি রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত থাকায় এ হাওরে পানি উন্নয়ন বোর্ডের আওতায় কোনো বাঁধ নির্মাণ করা হয় না। তবে প্রতি বছরের মতো এবারও হাওরের পার্শ্ববর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলার চার ইউনিয়নের ৮২ গ্রামের কৃষক প্রায় ১২০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন। বোরো ফসলের সুরক্ষায় এলাকাবাসী নিজ উদ্যোগে হাওরের প্রবেশ মুখে নজরখালী বাঁধটি দিয়ে থাকেন।

তিনি বলেন, এবারে যারা হাওরে ধান চাষ করেছেন তারা আগাম জাতের ধান চাষ করেছেন। ইতোমধ্যে সবাই তাদের ধান কেটে নিয়েছেন। অল্প কিছু বাকি আছে, পানি বাড়ার আগেই সেগুলো উঠে যাবে। এতে বাঁধ ভাঙলেও ফসলের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রংচি গ্রামের কৃষক আব্দুল হেলিম জানান, তিনি টাঙ্গুয়ার হাওরে আগাম জাতের ধান চাষ করেছেন। হাওরের বাঁধ ভাঙার আগেই তিনি জমির ধান কেটে ঘরে উঠিয়েছেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, নজরখালী বাঁধটি আমাদের আওতাভুক্ত নয়। তবে শুনেছি টাঙ্গুয়ার হাওর পাড়ের কৃষকরা তাদের নিজ উদ্যোগে বাঁধটি দিয়ে থাকেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, টাঙ্গুয়ার হাওরে এবার ১২০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। সরেজমিন দেখা গেছে, তারা ৯৫ শতাংশ ধান কেটে তুলেছেন। বাকি ৫ শতাংশ পানি ওঠার আগেই কাটতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, নজরখালী বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়। তাই ওখানে কৃষকদের ধান চাষাবাদে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি হাওরে পানি ঢোকার সময় জেলেরা যেন মা মাছ না মারে সে ব্যাপারে উপজেলা মৎস্য অফিসারকে বলে দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments