রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeআন্তর্জাতিকইরানের বন্দরে বিস্ফোরণ, শত শত আহত

ইরানের বন্দরে বিস্ফোরণ, শত শত আহত

বাংলাদেশ প্রতিবেদক: ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে আহতর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের শাহিদ রাজাই বন্দরে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৫১৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণটি স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটের দিকে ঘটে এবং এর ফলে বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের অনেক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় ।​

প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে সংরক্ষিত কয়েকটি দাহ্য পদার্থযুক্ত কনটেইনার থেকে বিস্ফোরণটি শুরু হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, প্রায় ৫০ কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয় এবং কেশম দ্বীপ থেকেও শব্দ শোনা যায় ।​

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোখতার সালাহশোর জানান, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে এবং ৪টি দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে ।​

ইরানের জাতীয় পেট্রোলিয়াম রিফাইনিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি নিশ্চিত করেছে, বিস্ফোরণটি তাদের পরিকাঠামো, যেমন রিফাইনারি, জ্বালানি ট্যাংক, বিতরণ কমপ্লেক্স বা তেল পাইপলাইনের ওপর কোনো প্রভাব ফেলেনি।​

ইরানের এটি দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর, যা বার্ষিক প্রায় ৮০ মিলিয়ন টন পণ্য পরিচালনা করে। বন্দরটি হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত। এটি বৈশ্বিক তেল বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ ।​

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে, উদ্ধার ও অগ্নিনির্বাপক কার্যক্রম চলছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালিয়ে যাচ্ছে।​

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments