শহিদুল ইসলাম: যশোরের শার্শার নাভারণ- সাতক্ষীরা সড়কের জামতলা টু বেলতলা বাইপাস বাতিল করে ঝিনাইদাহ- যশোর টু ভোমরা মহাসড়কের(বাগআঁচড়া বাজারের) উপর দিয়ে ছয় লেনে উন্নীতকরণ সহ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষক ব্যবসায়ী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার(১১ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জামতলা ও বাগআঁচড়া এলাকার বিভিন্ন প্রান্তিক কৃষক,ব্যবসায়ী বক্তিয়ার রহমান, রফিকুল ইসলাম,কামরুজ্জামান তুহিন সহ এলাকার সচেতন মহলের অনেকে।
বক্তারা বলেন,ঝিনাইদাহ- যশোর টু ভোমরা মহাসড়ক বাগআঁচড়া বাজারের উপর দিয়ে চলমান। এই সড়ক থাকতে একটি কুচক্রী মহল এ সড়ক ছয় লেন না করে জামতলা থেকে বেলতলা পর্যন্ত কৃষি জমির উপর দিয়ে বাইপাস করার জন্য চক্রান্ত চালাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী নির্দেশ আছে কৃষি জমি বিনষ্ট করে কোন কাজ করা যাবে না। তাই এলাকার কৃষকদের কথা বিবেচনায় রেখে বাইপাস না করে চলমান সড়কটি বাগআঁচড়া বাজারের উপর দিয়ে ছয় লেনে উন্নতি করার আহ্বান জানান বক্তরা।
এ মানববন্ধনপ বাইপাস সড়ক বন্ধ করার দাবী জানিয়ে,বিভিন্ন লেখা সম্মলিত প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানান মানববন্ধনকারীরা।