আহম্মদ কবিরঃনানা কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার(১৬ডিসেম্বর) সকালে সূর্য উঠার সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ,প্রশাসন,থানা পুলিশ ও বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।পতাকা উত্তোলন শেষে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি,ও উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল,কলেজের শিক্ষার্থী ও তাহিরপুর থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করে।পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসাদুজ্জামান রনি,থানা অফিসার ইন-চার্জ(ওসি)নাজিম উদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,প্রেসক্লাব সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ,প্রমুখ।