রতন ঘোষ: কিশোরগঞ্জ জেলার, কিশোরগঞ্জ -২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনে ৭জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট সাতজন প্রার্থীর মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত ও বিতর্কিত প্রার্থী মেজর (অব:)আখতারুজ্জামান রঞ্জনসহ মোট পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ।
কিশোরগঞ্জ -২(কটিয়াদী -পাকুন্দিয়া) উপজেলায় এবার ভোটার প্রদত্ত ভোট এক লক্ষ ৭৯ হাজার ৮২ টি। তন্মধ্যে বৈধ ভোট ১ লক্ষ ৭৬ হাজার ৭৫০ এবং বাতিলকৃত ভোট ২৩৯২ টি। কটিয়াদী উপজেলা ও পাকুন্দিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায় আওয়ামী লীগের সাবেক এমপি বর্তমান স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে এডভোকেট সোহরাব উদ্দিন ভোট পেয়েছেন ৮৯হাজার ৫৩৯টি এবং নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডিআইজি আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২টি ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সোহরাব উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাহার আকন্দকে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ – ২ আসনে এবারের সবচেয়ে বিতর্কিত ও বিএনপি থেকে বহিষ্কৃত মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন ১৬১৯৯ভোট পেয়ে তিনি তার জামানত হারিয়েছেন। সেই সাথে বাকি জামানত হারানো চারজন প্রার্থী তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে১।মোঃ আশরাফ আলী , গণতন্ত্রী প্রার্থী কবুতর প্রতীক পেয়েছেন ৫৮৯টি ২।মোহাম্মদ বিল্লাল হোসেন (বিএন এফ) টেলিভিশনের প্রতিকে পেয়েছেন ১১৪৮টি,৩।মীর আবু তৈয়ব মোঃ রেজাউল করিম (গণফ্রন্ট)মাছ-প্রতিকে পেয়েছেন ১২৪টি এবং ৪।আলেয়া (এনপিপি) আম প্রতীকে পেয়েছেন ২১৯টি ভোট।