রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে হত্যা করে বাড়িতে ডাকাতি

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূকে হত্যা করে বাড়িতে ডাকাতি

জয়নাল আবেদীন: রংপুরের মিঠাপুকুরে দূর্ধর্ষ ডাকাতি এবং হত্যার ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হয়ে বিউিটি বেগম (৩৮) নামে এক নারী রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। ওই নারী মিঠাপুুকুরের ছড়ান ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার ভোরে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান শালিকাদহ গ্রামে এই ডাকাতি এবং খুনের ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর পুলিশ এবং স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং ছড়ান কলেজের সহকারী লাইব্রেরিয়ান বিউটি বেগম প্রতিদিনের ন্যায় নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু বুধবার ভোরে ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের বাড়ীতে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করছিলেন। এসময় মিজানুরের স্ত্রী বাঁধা এবং চিৎকার করায় তাকে ডাকাতরা ছোরা দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করেন এবং তার স্বামী মিজানুর রহমান কে জখম করেন।

একপর্যায়ে তাদের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় দুজনকে রমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগম মৃত্যুবরণ করেন এবং মিজানুর রহমান হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

এই দম্পতির এক পুত্র এবং মেয়ে সন্তান রয়েছে। তবে কি পরিমাণ মালামাল লুট করা হেেয়ছ এ বিষয়ে এখনো পুলিশকে নিশ্চিত করতে পারেনি পরিবারের লোকজন।

মিঠাপুকুর থানার অফসিার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে রংপুর জেলা পুলিশ সুপার- ফেরেদৌস আলী চৌধুরীসহ প্রশাসনরে উর্ধ্বতন কর্মকর্তারা পরির্দশন করেছেন। ডাকাতদের গ্রেফতারসহ লুন্ঠিত মালামাল এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক টিম।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু হাসান মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি খতিয়ে দেখছি।*

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments