মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুর জেলায় ৩৩ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে

রংপুর জেলায় ৩৩ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে

জয়নাল আবেদীন: জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও সুপারিশমালা প্রনয়ণ বিষয়ক সভায় সিভিল সার্জন ডাঃ আবু জাকিরুল ইসলাম বলেছেন রংপুর জেলায় ৩৩ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে। রংপুর নগরীর সিটি কর্পোরেশন এলাকায় এর চিত্র ভয়াবহ। নগরীর ৩৩ টি ওয়ার্ডে ৬ থেকে ১৮ মাস বয়সি শিশুরা অপুষ্টির শিকার। সরকার রংপুওে বিশেষ কর্মসূচী চালু করেছে যাতে করে রংপুর জেলায় কোন শিশু অপুষ্টির শিকার না হয় । বুধবার দুপুরে নগরীর সিও বাজারে বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও সন্মেলন কক্ষে এই সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে বক্তব্য প্রদান করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাঃ হাবিবুর রহমান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ এর সহকারী পরিচালক ডাঃ আকতার হোসেন। প্লান বাংলাদেশ প্রতিনিধি ডাঃ মাহাবুবুল আলম, ইউএনডিপির প্রতিনিধি মতিয়ার রহমান, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম রব্বানী, ফিদার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু ও সাইফুল ইসলাম প্রমূখ।এতে সরকারী কর্মকর্তা, সিএসএ ফর সান এর বিভাগীয় সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন । সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসিও কো-অপারেশন (সিইএ) প্রকল্পের টেকন্যিাল এক্সপাট মানিরুজ্জামান মুকুল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments