বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
Homeসারাবাংলাবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্নের দোকান, জামার দাম ২ টাকা!

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্নের দোকান, জামার দাম ২ টাকা!

কাগজ প্রতিবেদক: স্বপ্নের দোকান – একটি জামার দাম ২ টাকা। কোন টা ৫ টাকা। আবার কোনটা ১০ টাকা। কল্পনা করা যায়। এ যেন শায়েস্তা খাঁর আমলকেও হার মানিয়েছে। স্বপ্ন নয় সত্যি। এমন সস্তায় জামা-কাপড় মিলবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্নের দোকানে।

মূলত ভাসমান শিশুদের মাঝে ঈদের আনন্দ এবং তাদের নামি-দামি দোকানের শপিং করার ইচ্ছাটা পূরণ করতেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এমন প্রয়াস নিয়েছেন। তাদের ওই দোকানের নাম “স্বপ্নের দোকান”।

চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজির কয়েকজন শিক্ষার্থীরা এমন মহানুভব উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে। তাদের দোকানে ২০-২৫ হাজার টাকার কাপড় মাত্র ৫৯০টাকায় বিক্রি করা হয়েছে। প্রতিটি কাপড়ের দাম ছিল মাত্র ২ টাকা, ৫ টাকা থেকে ১০ টাকা।

রাজধানী ঢাকার যানজটকে হাসিমুখে মেনে নেওয়ার পরামর্শ ঢাবি উপাচার্যের

ঢাকার যানজটকে উন্নয়নের চ্যালেঞ্জ অভিধা দিয়ে তা হাসিমুখে মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

রোববার (২৬ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের ইফতার অনুষ্ঠানে যানজট নিয়ে তিনি এই পরামর্শ দেন ।

ইসলামের ইতিহাসের অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আজকের বাংলাদেশ যে অবস্থানে আছে, আজকে আপনি রাস্তায় আসলে যে এক দুই- ঘণ্টা আপনার দেরি হচ্ছে, এগুলো হচ্ছে কী জানেন?

এগুলো হল চীন-জাপান আজকের যে অবস্থানে এসেছে অথবা ইউরোপ এবং আমেরিকা যে উন্নত বিশ্ব যাদের কথা বলি, তারা যে অবস্থায় আছে, তাদেরও এমন একটি অবস্থান ছিল।

তিনি বলেন, আজকে আমরা যে অবস্থায় আছি তারাও সেই অবস্থায় ছিল। এগুলোকে অর্থনীতির ভাষায় এবং সমাজবিজ্ঞানীর ভাষায় বলা হয়, চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট। এই কারণে এগুলো আমরা হাসিমুখে নেব।

এই ‘চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট’ সম্পর্কে মানুষকে জানানোর তাগাদাও অনুভব করছেন আওয়ামী লীগ সমর্থক এই বিশ্ববিদ্যালয় শিক্ষক।

তিনি বলেন, এই বিষয়গুলো কিন্তু এখন মানুষকে বলা দরকার। কেননা এই সুবাদে কিছু কিছু রাজনৈতিক অপশক্তি আছে, কিছু কিছু মানুষ আছে যারা একটি অপপ্রয়াস থেকে এই যে মানুষের এতো ভোগান্তি এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে।

উপাচার্য বলেন, আজকে আপনি চীন-জাপানের অবস্থা যদি দেখেন আজ থেকে ৪০-৫০ বছর পূর্বে, যারা এই দেশগুলোতে গেছেন, আমাদের অনেক মুরুব্বিরা গেছেন তখন তারা একপ্রকার কথাগুলো বলে থাকেন যে, ওই সময় তাদেরও ভোগান্তির কোনো শেষ থাকে নাই।কিন্তু আজকে যখন আমরা সেখানে যাই মনে হয় যেন আমরা একটা ভিন্ন গ্রহে আসলাম, একটি ভিন্ন জগতে আসলাম।

তিনি বলেণ, এই সভ্য সমাজের ভৌত অবকাঠামো নির্মাণের আগে তাদেরও কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আমরা কিন্তু সেই ধরনের একটি অবস্থায় পদার্পণ করছি। আমরা একটি লাল কার্পেটে কেবল পা রাখব- সেই অবস্থানে আছি, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments