শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeপ্রশাসনজরুরি অবস্থা নয়, গুলি চালাবে না সেনারা: সেনাপ্রধান

জরুরি অবস্থা নয়, গুলি চালাবে না সেনারা: সেনাপ্রধান

বাংলাদেশ প্রতিবেদক: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। তবে দেশে কোনো জরুরি অবস্থা জারি হবে না। পরিস্থিতি শান্ত হলে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই। সেনারা গুলি চালাবে না। সোমবার জাতির উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াকার উজ-জামান বলেন, আমরা একটি অন্তবর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করবো। আমি কথা দিচ্ছি সব হত্যা ও অন্যায়ের বিচার আমরা করবো।

দেশবাসীকে উশৃঙ্খল না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা সেনাবাহিনীর প্রতি বিশ্বাস রাখেন। আপনাদের সব দাবি আমরা মেনে নেবো।

তিনি বলেন, সেনাবাহিনী গুলি চালাবে না। পুলিশও গুলি চালাবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন। আজ রাতের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নেবো। তবে দুয়েকদিন সময় লাগতে পারে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতারা ও বিশিষ্ট জনের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের আমির, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments