শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাশ্রীমঙ্গলে রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১ নারী-পুরুষ আটক

শ্রীমঙ্গলে রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১ নারী-পুরুষ আটক

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি আবাসিক রিসোর্টে যৌথ বাহিনীর অভিযানে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ পতিতা ও ১০ জন খদ্দর বলে জানা গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া এলাকায় ‘গ্রিন প্লেস টি রিসোর্ট’ এবং ‘টং থাই’ আবাসিক রিসোর্টে সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবা ও মেজর ইমরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন পুলিশ ও বিজিবি সদস্যদের একটি দল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, শ্রীমঙ্গল দুটি আবাসিক রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১ নারী ও পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments