রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাসিরাজগঞ্জে থানায় ১৫ পুলিশ হত্যা: আ’লীগের ৪ নেতাসহ অজ্ঞাতপরিচয়ে আসামি ৬ হাজার

সিরাজগঞ্জে থানায় ১৫ পুলিশ হত্যা: আ’লীগের ৪ নেতাসহ অজ্ঞাতপরিচয়ে আসামি ৬ হাজার

বাংলাদেশ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ওসি আব্দুর রাজ্জাকসহ ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ২২ দিন পর রোববার রাতে এনায়েতপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ভাঙ্গবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ছয় হাজার জন এ মামলার আসামি।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল মামলার বিষয়টি স্বীকার করে বলেন, থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই পুনরায় চালু করতে কিছুটা সময় লাগবে। আর আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।

বাদী এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক মামলার এজাহারে উল্লেখ করেছেন, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুসহ দলটির অন্য নেতারা বিভিন্ন সময়ে অনৈতিক দাবি নিয়ে থানায় আসতেন। তারা সেই দাবিগুলো পুলিশকে মানতে চাপ দিতেন। ধর্ষণ মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য নানা কৌশলে ওসিকে চাপ দিতেন। অনৈতিক দাবি না মানায় পুলিশের ওপর তাদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া ধর্ষণ মামলার এক আসামিকে ছেড়ে না দেওয়ায় ৪৫০-৫০০ জন অজ্ঞাত দুষ্কৃতকারী থানা ঘেরার করে। এমনকি তারা পরবর্তীতে ওসি আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে থানার সামনে বিক্ষোভ করে।

এদিকে, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এনায়েতপুর থানার সামনে সমবেত হন। তাদের বুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ। পরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চুর নেতৃত্বে এজাহারনামীয় আসামিরা বাদেও ৫-৬ হাজার দুষ্কৃতকারী অস্ত্র হাতে থানায় হামলা চালান। এসময় পুলিশ আত্মরক্ষায় টিয়ার শেল নিক্ষেপ করলে তারা পুলিশের আবাসিক ও ওসির নিজস্ব বাসভবনে আগুন লাগিয়ে দেয়। এরপর আসামিরা সংঘবদ্ধভাবে থানার ভেতরে প্রবেশ করে। পরে তারা ওসি আব্দুর রাজ্জাক, এসআই তহছেনুজ্জামান, এএসআই ওবায়দুর রহমান, কনস্টেবল আরিফুল আজম, রবিউল আলম শাহ, হাফিজুল ইসলাম, শাহিন, রিয়াজুল ইসলাম, এসআই আনিছুর রহমান, রহিজ উদ্দিন খান, প্রণবেশ কুমার বিশ্বাস, কনস্টেবল আব্দুল সালেক, হানিফ আলীকে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একপর্যায়ে আসামিরা থানা ভবনে আগুন দেয়। জীবিত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশে থানা ভবনের ভেতরে ঢুকে ইস্যুকৃত অস্ত্র, গুলি এবং জনসাধারণের জমাকৃত বেসরকারি অস্ত্র-গুলি লুট করে। এতে থানার ৪ কোটি টাকার সম্পদ নষ্ট করে তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments