রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাকুমিল্লায় হত্যার পর কাটা হাত নিয়ে হেঁটে যাওয়া সেই যুবক গ্রেপ্তার

কুমিল্লায় হত্যার পর কাটা হাত নিয়ে হেঁটে যাওয়া সেই যুবক গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে মহিউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর কাটা হাতে নিয়ে হেঁটে চলা সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে দাউদকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ্ প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- প্রধান আসামি আনিস (২৪) চান্দিনার শালিখা এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি দাউদকান্দির গৌরিপুর এলাকায় নানার বাড়িতে থাকতেন। অপরজন শাকিল মিয়া (২৪) গৌরিপুর এলাকার মতি মিয়ার ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ বলেন, গত ৭ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের পর গা ঢাকা দেন আনিস, শাকিলসহ অন্যরা। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে আনিস ও শাকিলের অবস্থান নিশ্চিত হয়ে ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আনিস ও শাকিল জানান, মাদকের টাকা নিয়ে মহিউদ্দিনের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়। এই কিলিং মিশনে অংশ নেয় আরও কয়েকজন। গ্রেপ্তারের পর রোববার বিকেলে আনিস ও শাকিলকে আদালতে তোলা হলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দির ওলানাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মহিউদ্দিন নামের এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর হাতের অংশ কেটে নিয়ে এক যুবকের হেঁটে যাওয়ার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, এক হাতে চাপাতি আরেক হাতে কাটা হাতের অংশ নিয়ে হেঁটে যাচ্ছে এক যুবক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments