শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষাইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে সালাউদ্দিন ও গালিব

ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে সালাউদ্দিন ও গালিব

মোঃ হাছান: ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি লোক প্রশাসন বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সিরাজুজ জামান গালিব। সোমবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রাইহান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী ও সাবেক সভাপতি নাছির উদ্দিন আবিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয় ।

সংগঠনের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ রিজওয়ান খান ও নাইম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ফেরদৌস ইমন ও লামিয়া হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন, সহ-সাংগঠনিক সম্পাদক এম এম বনি আমিন, শরিফ সৌরভ ও এস বি বাধন, অফিস সেক্রেটারি ফারহানা ইবাদ ও বজলুর রহমান, কোষাধ্যক্ষ ইজাজ আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ মোঃ সাব্বির খান, মানবসম্পদ সম্পাদক সাব্বির সায়েম, সহ-মানবসম্পদ সহকারী আহমেদ গালিব ও এএসএম মাহবুব, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মাহমুদ, সহকারী আইটি সম্পাদক নাহিদুর রহমান তমাল ও আবু উবায়দা, পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক সাকিফ বিন আলম, সহকারী পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক নুসরাত ঐশী, মহিবুল্লাহ নোমান ও মারুফ হাসান, প্রকাশনা সম্পাদক ইদুল হাসান, সহকারী প্রকাশনা সম্পাদক ইরফান উল্লাহ, বিজ্ঞাপন সম্পাদক মতিউর রহমান, সহকারী বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল্লাহ, ফারহানা আফরিন ও ইশতিয়াক আহমেদ হিমেল, স্ক্রিপ্ট রাইটার এন্ড হোস্ট শাকিরা ইসলাম ও আশরাফুল হক।

সংগঠনটির সভাপতি সালাউদ্দিন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফ সোসাইটির সভাপতির দায়িত্ব পেয়ে আমি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকল কার্যক্রম ন্যায় এবং দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করবো। আমাদের উদ্দেশ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র সম্পর্কিত গঠনমূলক দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments