শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeপ্রশাসন৩ দিনের রিমান্ডে এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল

৩ দিনের রিমান্ডে এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল

বাংলাদেশ প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সংস্থা এনএসআইয়ের সাবেক পরিচালক (বর্ডার উইং) মনিরুল ইসলামকে গুলশান থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয় তাকে। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক আবু জাফর আদালতে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর প্রগতি স্মরণির বাঁশতলা এলাকা দিয়ে নূরের চালায় নিজ বাসায় ফেরার সময় কিশোর বাহাদুর হোসেন মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তার পিতা আবু জাফর বাদি হয়ে ১০ অক্টোবর রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মনিরুল ইসলামের বিরুদ্ধে গুলশান থানার হত্যা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments