শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষাচীনের বাণিজ্যিক স্যাটেলাইটের তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে জবি

চীনের বাণিজ্যিক স্যাটেলাইটের তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে জবি

তাসদিকুল হাসান, জবি: চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) সাথে সমঝোতা স্মারকের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাইনিজ কমার্শিয়াল স্যাটেলাইট GAOFEN-3 এর ডাটা বা তথ্য ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে। সোমবার (২১ অক্টোবর) চাইনিজ একাডেমি অফ সায়েন্সের প্রফেসর ইউ ওয়েইয়াং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে আসে এবং ইন্টারন্যাশনাল ডেটা নোড সার্ভার স্থাপনের উদ্যোগ নেয়। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য বলেন, “সম্প্রতি বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এর ফলে চীন থেকে প্রযুক্তি স্থানান্তরের ব্যাপারে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি।” চীনের প্রতিনিধি দলও আশাবাদ ব্যক্ত করেন যে, ইন্টারন্যাশনাল ডেটা নোড সার্ভারের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক আর্থ অবজারভেশন গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে, বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকায়।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রিফফাত মাহমুদ বলেন, “বাংলাদেশের মেঘলা আবহাওয়া বিবেচনায় GAOFEN ডাটা আমাদের জন্য খুবই উপযোগী। এটি ব্যবহার করে বন ও জলাভূমি পর্যবেক্ষণ করা সম্ভব। যেহেতু GAOFEN-3 একটি সক্রিয় সেন্সর, এর C-ব্যান্ড আমাদের বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের পর্যবেক্ষণে কাজে আসবে।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, উভয় পক্ষের সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার জন্য GAOFEN-3 স্যাটেলাইট ডাটা ব্যবহার করতে পারব এবং প্রয়োজনীয় জ্ঞান ও ফলাফল ভাগাভাগি করতে পারব, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সার্ভারের তত্ত্বাবধানে থাকবেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কাদের, সহযোগী অধ্যাপক ড. রিফফাত মাহমুদ, ড. আব্দুল মালেক এবং সহকারী অধ্যাপক খন্দকার তানভীর হোসেন।

প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া, ড. রিফাত নাসের, ড. রিফফাত মাহমুদ, ড. আব্দুল মালেক এবং খন্দকার তানভীর হোসেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments