আহম্মদ কবির: কোনাজাল দিয়ে অবাধে অবৈধভাবে মৎস্য নিধন ও হাওরের জীববৈচিত্র্য ধ্বংসযজ্ঞে বেপরোয়া হয়ে উঠেছে একশ্রেণির অসাধু সংঘবদ্ধ জেলেরা।প্রতি রাতেই সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের তেকুইন্যা, বেরবেরিয়া,রৌহা,রূপাবুই,খাউজ্যাউরী হাওরসহ হাওরের বিভিন্ন নদী খাল বিলে কোনাজাল দিয়ে অবাধে মৎস্য নিধন হচ্ছে।মাঝেমধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েও অদৃশ্য কারণে ঠেকাতে পারছে না অসাধু জেলেদের এই ধ্বংসযজ্ঞ।
জানাযায় টাঙ্গুয়ার হাওর পাড়ের কাউহানি, রংচি,লামাগাও, নিশ্চিতপুর,রামসিংহপুর, গোলাবাড়ি, জয়পুর, ছিলানী তাহিরপুর, বিনোদপুর, ইন্দ্রপুর,আমতরপুরসহ কয়েকটি গ্রামের কিছু দালাল প্রকৃতির লোক রয়েছে তারা বহিরাগত জেলে ও কোনাজাল এনে হাওরের দায়িত্বে থাকা আনসার ও টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লোকজনের সাথে আঁতাত করে টাঙ্গুয়ার হাওরে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু এসব বিষয়ে বারবার সংবাদ পত্রে উঠে আসলেও কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এ ব্যাপারে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য অখিল তালুকদার জানান আমরা ১২জন নিয়ে এই কমিটি গঠিত হয়েছে ।কিন্তু আমাদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ কী করে আমরা কিছুই জানিনা। আমাদের সাথে কোন সমন্বয় করে না।আমাদের সংগঠন করার উদ্দেশ্য হলো টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ করা ও হাওর পাড়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করা।কিন্তু আমাদের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হাওর পাড়ের কিছু দালাল রয়েছে তাদের সাথে সমন্বয় করে,বহিরাগত জেলে এনে তাদের সাথে আঁতাত করে নিজেরা ফায়দা লুটতে হাওরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। উনি বলেন মাঝেমধ্যে প্রশাসনের সাথে কথা বলে হাওরে অভিযান চালালেও তাদের সাথে সম্পর্ক রেখে যারা মৎস্য আহরণ করে,তাদের বিভিন্ন মাধ্যমে অভিযানের পূর্বেই সংবাদ পৌঁছে দেয়।এতে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়,অন্যরা ধরা পরলে পরবর্তীতে তাদের সাথে সমন্বয় করতে ভয়ভীতি দেখায়।কিন্তু এসব বিষয়ে প্রশাসন কোন পদক্ষেপ না ওরা আর বেপরোয়া হয়ে গেছে।
জিয়াউর রহমান জিয়া নামের সমিতির আরেক সম্মানিত সদস্য জানান কোনাজাল দিয়ে অবাধে মৎস্য নিধন হচ্ছে কী করবো তাদের কোন ভূমিকা নেই তারা দুমাস পরপর একটা মিটিং ডাকে,মিটিংয়ে কী বলে কিছুই বুঝিনা দরবার কইরা চইলা আসা লাগে। উনি বলেন আমার মনে হয় তারা অবৈধ জেলেদের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে।
বিভিন্ন তথ্যমতে জানাযায় সমিতির সভাপতি বজলুর রহমান শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নুর আলম ও আবুল কালাম আওয়ামি লীগের সক্রিয় কর্মী ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকায় ওই সময় তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতনা।তারা সেই পূর্বের অভ্যাস এখনো চলমান রয়েছে তাদের অপকর্ম ।
হাওরে বর্তমান হালচাল এ বিষয়ে জানার জন্য সমিতির সভাপতি ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান এর মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও উনার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।