শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঈশ্বরদীতে নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঈশ্বরদীতে নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

স্বপন কুমার কুন্ডু: সড়ক অবরোধ করে ঈশ্বরদীতে ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক নয়ন মন্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে নিহতের পরিবার ও জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, জয়নগর শিমুলতলা বাজার সমিতির সদস্যরা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং শত শত সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক মাস পেরিয়ে গেলেও নয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। যে কারনে গুরুত্বপূর্ণ এ জনপদের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেফতার দাবী জানান। না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে মানববন্ধনে অংশগ্রহনকারীরা হুশিয়ারী দেন।

সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল ইসলাম, ডাঃ মজিবুর রহমান, জয়নগর বাজার সমিতির সভাপতি ডাবলু হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মান্নান সরকার, নিহতের বাবা মজিবুল মন্ডল, নিহতের স্ত্রীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সড়ক অবরোধ করলে এসময় সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থানা ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর সকালে বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন মন্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে ৯ অক্টোবর বুধবার রাতে নিখোঁজ হোন তিনি। নয়ন ওই গ্রামের কাঠ ব্যবসায়ী মজিবুল মন্ডলের ছেলে এবং জয়নগর শিমুলতলা বাজারের ব্যবসায়ী ও ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments