রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারংপুরের পল্লীতে চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড

রংপুরের পল্লীতে চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদণ্ড

জয়নাল আবেদীন: রংপুরের পল্লীতে চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে ২ জনের মৃত্যুদন্ড এবং ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এই আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে রংপুরের পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় সংঘর্ষে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক মন্ডল । এ ঘটনায় হত্যা মামলা হলে পুলিশ তদন্ত শেষে তিনজনের নামে চার্জশিট দেয় ।

এ ঘটনায় স্বাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক অভিযুক্ত আঃ রশিদ ওরফে নান্নু মন্ডল এবং হারুন মন্ডলকে মৃতু দন্ড অপর আসামী মোঃ আকমল হোসেন কে যাবজ্জীবন সশ্রম কারা ন্ডের আদেশ দেন । এসময় আসামীরা আদালতের হাজতখানায় উপস্থিত ছিলেন। মামলা পরিচালনা করেন জজ আদালতের পিপি আফতাব উদ্দিন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments