রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাসিংগাইরে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক ২

সিংগাইরে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক ২

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে বিদেশী পিস্তল, ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শনিবার (২নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ঘোনাপাড়া) এলাকা থেকে তাদের আটক করেন।

রবিবার (৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন-ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া নিশান বাড়ি এলাকার মৃত.জহিরুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (২৯)ও একই জেলার ধামরাই উপজেলার কালামপুর মধ্য পাড়া এলাকার মো. মোতালেবের ছেলে মো. সুমন মিয়া (২১)। থানাপুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার বড়বাকা এলাকার মাদককারবারি কোহিনুর ইসলাম ওরফে কহি (৩৪) নিকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বহিরাগত শাহিন ও সুমন ইয়াবা ট্যাবলেট (মাদক) বিক্রি করতে আসে।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল হাসান ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক মো.ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ২ জনকে আটক করেন। পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২শ ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫ হাজার ৮ শ ৫০ টাকা উদ্ধার করেন। এসময় স্থানীয় মাদককারবারি কোহিনুর পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ২ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের তথ্য অনুযায়ী উপজেলার বড়বাকা দক্ষিন পাড়া সরস মার্কেট সংলগ্ন জনৈক আব্দুল হাকিম ওরফে হাকির বাড়ি পূর্ব পাশে ঘাস ক্ষেতে তাদের লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও আগ্নেয়াস্ত্র আইনে পৃথক ২ টি মামলা হয়েছে। তিনি আরো বলেন,সুযোগ্য জেলা পুলিশ সুপার(এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মো.বশির আহমদ এর দিক নির্দেশনায় আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে চলবে। আমার ক্লিয়ার মেসেজ অত্র থানা এলাকায় হয় মাদক থাকবে না হয় পুলিশ থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments