শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলা'অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশ আগামিতে স্বচ্ছভাবে কাজ করতে চায়'

‘অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশ আগামিতে স্বচ্ছভাবে কাজ করতে চায়’

জয়নাল আবেদীন: হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন অতীত থেকে শিক্ষা নিয়ে পুলিশ আগামিতে স্বচ্ছভাবে কাজ করতে চায় । অতীতে পুলিশ যে সমস্ত ভুল করেছে বা ভুল যদি করে থাকে, সেই সব অতীতের ভুল শুধরিয়ে এবং মানবধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। এ জন্য সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন ।

বুধবার দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সহযোগিতা কামনা করেন তিনি। তারিকুল ইসলাম বলেন, হাইওয়েতে ঝুকিপুর্ন যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের সংখ্যাই বেশি। দেশের বেশিরভাগ দূর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দূর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। এগুলো সচেতনতার মাধ্যমে এই দূর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা দরকার। আর পুলিশ হলো সিভিলিয়ান পুলিশ। পুলিশ আর্মি বিডিয়ারের মতো না। এ জন্যই সিভিলিয়ানের সাথে এক সাথে কাজ করা।

তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে, আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরতর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন অপরাধ করে এমন তথ্য প্রমাণ থাকলে, আমাদের দিবেন অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অতীতের সকল ভুল শুধরিয়ে সঠিক পথে চলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সহ হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments