রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাউলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ আল বিন জায়েদ ওরফে নিরব (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল বিন জায়েদ তবকপুর ইউনিয়নের খামার তবকপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে তবকপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য।

থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এএসআই সুমন মিয়া ও ছালেম মাওলা অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া এলাকা থেকে ওই মামলায় এজাহার নামীয় আসামী আব্দুল্লাহ আল বিন জায়েদ ওরফে নিরবকে গ্রেপ্তার করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments