রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাউল্লাপাড়ায় মাঠে মধু সংগ্রহে বসছে মৌখামার

উল্লাপাড়ায় মাঠে মধু সংগ্রহে বসছে মৌখামার

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌখামারীরা আসতে শুরু করেছেন। এরই মধ্যে বিভিন্ন এলাকা আসা খামারীরা সরিষা আবাদ করা মাঠে মৌ ব´ বসিয়েছেন। উপজেলা কৃষি অফিস এবারের মৌসুমে এক লাখ তিরাশি হাজার ২৫৫ কেজি মধু উৎপাদন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ।

উল্লাপাড়া উপজেলার কৃষকদের কাছে বছরের দ্বিতীয় প্রধান আবাদ হয়েছে সরিষা ফসল। কৃষকেরা গোটা উপজেলার প্রায় সব মাঠেই কম বেশী পরিমাণ জমিতে সরিষা ফসলের আবাদ করেছেন। আগাম করে আবাদ করা সরিষা ফসলে এখন ফুল আসছে। দিন যেতেই মাঠের পর মাঠে সরিষা ফুলে হলুদের মেলা জমছে। উপজেলার বড় পাঙ্গাসী গ্রামের সরিষা ফসল আবাদ করা মাঠে সপ্তাহ দুয়েক হলো হোসাইন মুজাহিদ মৌখামার বসেছে। এর মালিক আব্দুল বারী সরদার জানান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা আটুলিয়া গ্রামের বাড়ী। তিনি মাদারীপুর এলাকা থেকে এখানে এসেছেন। সেখানে বিল এলাকায় মৌমাছি নিয়ে প্রায় সাড়ে পাচ মাস ছিলেন। প্রায় পাচ বছর হলো তিনি এ পেশায় আছেন। এবারে মধু সংগ্রহে মোট ১২০ টি মৌ ব´ মাঠে বসিয়েছেন। আর দিন সাতেক বাদেই ব´ থেকে প্রথম মধু সংগ্রহ করবেন। তিনি এবারের মৌসুমে উল্লাপাড়া এলাকায় সরিষা ফুল থেকে পঞ্চাশ মণ মধু সংগ্রহের আশা করছেন। সরেজমিনে দেখা গেছে উপজেলার আগদিঘল গ্রাম , সিমলা মাঠ , সিমলা খাল পাড়, ভেংড়ী ও আরো বেশ কয়েক এলাকায় মাঠে মৌখামার বসেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌখামারীরা আসছেন। তারা নিজেদের পছন্দসই জায়গায় খামারের ব´ বসাচ্ছে। গত বছর গোটা উপজেলায় ১২৫ টি মৌখামার বসেছিলো। এবারে আজ অবধি বিভিন্ন মাঠে দুই হাজার মৌ ব´ বসেছে। এবারে খামারী সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments