শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeপ্রশাসন‘দু-একদিনেই ঢাকার চাঁদাবাজদের তালিকা, দ্রুত গ্রেপ্তার অভিযান’

‘দু-একদিনেই ঢাকার চাঁদাবাজদের তালিকা, দ্রুত গ্রেপ্তার অভিযান’

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকায় চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ। দু-একদিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করা হবে। তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।

শনিবার (২১ ডিসেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভার এ কথা বলেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, কোনো অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে, মামলার সব দায়িত্ব পুলিশের। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। তদন্ত করে আসামিদের শাস্তির আওতায় আনা হবে। পুলিশের দায়িত্বপালন করতে গিয়ে অতীতের মতো কারো ব্যক্তিস্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে। রাজধানীতে সীমিত করা হবে অটোরিকশার পরিমাণ। রাজধানীতে এখন প্রধান সমস্যা যানজট। যা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ফ‍্যামিলি যান হিসেবে ব‍্যবহার করা যাবে না। মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা হবে। যত্রতত্র পলিটিক্যাল মিছিল মিটিং করা যাবে না। অনুমতি নিতে হবে। বাসাবাড়ি করার সময় রাস্তার উপর মালামাল রাখা যাবে না। রাখলে মামলা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। যে অপরাধ সে অপরাধের মামলা নিতে হবে থানায়।

তাবলিগ জামাতের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, সমস‍্যা থাকলে টেবিলে বসে সমাধান করতে হবে। এরপর রাস্তায় কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংযত উপায়ে ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হবে।

পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments