শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাঅপহরণের ৫ দিন পর কটিয়াদীতে শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার

অপহরণের ৫ দিন পর কটিয়াদীতে শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার

রতন ঘোষ: কিশোরগঞ্জের কটিয়াদীতে অপহরণের পাঁচ দিন পর এক শিশুর অর্ধ গলিত লাশ বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার করগাঁও ইউনিয়নের কাঠুরদিয়াগ্রামের আনার মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩)নামের শিশুর ভাসমান অর্ধ গলিত মৃতদেহটি গতকাল শুক্রবার ২৭শে ডিসেম্বর বিকেলে নিহতের বাড়ির পার্শ্ববর্তী খাল থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।

জানা যায়, অপহরণের পর অপহরণকারীরা বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল ফোন নাম্বার থেকে ছেলের চাচা ও চাচীর নিকট মুক্তিপনের টাকা দাবি করতে থাকলে, এ ব্যাপারে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ র‍্যাব-১৪, সিপিসি-২তে নিহত ছেলের অভিভাবক লিখিত অভিযোগ ও দায়ের করে।

নিহতের মামা মোঃ শফিক ভূইয়া জানান, “আমার ভাগিনা নিহত মোঃ আব্দুল্লাহ সোমবার বাড়ির সামনে বল খেলার সময় হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । বহু খোঁজাখুঁজির পর আমরা তাকে কোথাও না পেয়ে থানায় অবহিত করি। এরই মধ্যে একজন অপহরণকারী নিহতের চাচা ও চাচিকে ফোন করে মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। ছেলেকে ফিরে পেতে বিকাশের মাধ্যমে মুক্তিপন দাবি কারীদের মোবাইল ফোনে ৩২হাজার টাকা ও পাঠানো হয়। এমত অবস্থায় দীর্ঘ পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর গতকাল শুক্রবার ২৭শে ডিসেম্বর বিকেলে বাড়ির সামনের খালে অর্ধ গলিত অবস্থা শিশুটির মরদেহ এলাকাবাসী ভাঁসতে থাকতে দেখে, পুলিশে খবর দিলে ,পুলিশ ঘটনার স্তলে এসে পানি থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে”।

কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ, তরিকুল ইসলাম জানান, শুক্রবার ২৭ ডিসেম্বর আমরা অর্ধ গলিত অবস্থায় শিশুটির লাশ তার পার্শ্ববর্তী বাড়ির খালের পানি থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠাই।অপরাধীদের ধরার জন্য আমাদের জুর তৎপরতা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments