রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাশেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

আনিছ আহমেদ: শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী, ভাই – বোন ও সিএনজি চালকসহ সিএনজিতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা শেরপুরগামী একটি সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫ যাত্রী ও চালকসহ ৬ জনই গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে শেরপুরের থানা পুলিশ, সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতরা হলেন, নকলা গনপদ্দি গ্রামের শাহ জাহানের ছেলে কামরুজ্জামান ইমন (২৪) ইমনের ছোট বোন মাইসা তাসলিম মিম (২২) সিএনজি চালক কামারিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৪৫),আলিনাপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোকলেছুর রহমান (৬৫) তার স্ত্রী উম্মে কুলসুম (৬০) চিথলিয়া গ্রামের সুভাষ চন্দ্রের স্ত্রী নিনা রানী (৪৫) থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসও সিএনজি উদ্ধার করেছে।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments