মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ধর্ষিতাকে শনিবার রাত পৌনে আটটার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.নূর আহম্মদ সাইদ জানান, শিশুটিকে ধর্ষনের আলামত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম জানান, ভিকটিমের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে। তবে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।