শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষামধ্যরাতে ইবি শিক্ষার্থীদের উপর অজ্ঞাতদের হামলা

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের উপর অজ্ঞাতদের হামলা

মানিক হোসেন, ইবি: মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীদের উপর অজ্ঞাতরা হামলা করেছে। রবিবার (১২ জানুয়ারী) ত্রিবেণী রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা সবাই শারীরিক শিক্ষা ও ক্রিড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এঘটনায় নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করে তারা।

অভিযোগপত্রে ভুক্তভোগীরা জানান, তারা রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিবেনী থেকে মিষ্টি খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে হামরার শিকার হন। এসময় দেশীয় অস্ত্র হাতে মোটরসাইকেল নিয়ে তাদের ওপর হামলা করে। পরে আক্রমণের শিকার হয়ে তারা পালিয়ে ঐ এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তাদের ওপর হামলা করা হয়। এসময় তাদের সাথে থাকা মোবাইল নিয়ে যায়। এসময় হামলাকারীদের একজনের নাম সুমন বলে স্থানীয়দের কাছে জানতে পারেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে খবর পৌছানোর পরে তাদের গিয়ে নিয়ে আসেন অন্য শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা ঘটনা জানার মুহূর্তেই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করি। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীরা যদি কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ণ সহযোগিতা করবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনা শোনার পর থানায় অবহিত করেছি এবং ঐ জায়গায় কে বা কারা জড়িত চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়াতে বলেছি। ইবি থানা ইতোমধ্যে জায়গাটা নজরদারিতে রাখছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments