বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল লিমিটেড ২০১৫ সালে তালিকাভুক্ত হয়। তখন প্রতি প্রিমিয়ামসহ প্রতি শেয়ার সাধারণ বিনিয়োগাকারীদের কাছে বিক্রি করা হয়েছিল ২৫ টাকায়। এর বর্তমান মূল্য তিন টাকা ৭০ পয়সা। এ শেয়ারে বিনিয়োগ করে একজন বিনিয়োগকারীর লোকসান ২১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ উদ্যোক্তা ছাড়া বিনিয়োগকারীদের লোকসান ১২৪ কোটি ৩৯ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, তালিকাভুক্ত হওয়ার সময় কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৮ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা এবং রিজার্ভে ছিল ১৪০ কোটি ৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ১২ হাজার ১৩৮। এর মধ্যে ৫৪ দশমিক ৫৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক। বাকি ৪ দশমিক ৬১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ৪০ দশমিক ৮৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। এসব শেয়ার মালিকপক্ষ ১৫ টাকা প্রিমিয়ামে মোট ২৫ টাকায় বিক্রি করে পুঁজিবাজার থেকে ১৪৬ কোটি টাকা তুলেছিল। আর হাবিব গ্রুপের খেলাপি ঋণের দায়ে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা ২০২২ সালে দেশ থেকে পালিয়ে যায়। এর পর থেকে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ বিনিয়োগকারীরা একদিকে বিনিয়োগের বিপরীতে তিন বছর মুনাফা পাচ্ছে না, অন্যদিকে প্রতিনিয়ত শেয়ারের দর হারিয়ে মূলধন হারাচ্ছে।
২০২৩ সালে ডিএসই কর্মকর্তারা কোম্পানিটির কারখানা পরিদর্শনে গিয়ে কার্যক্রম বন্ধ দেখতে পান। ডিএসই কর্মকর্তারা বলেন, আইনানুসারে কারখানা কার্যক্রম বন্ধ থাকলে সে তথ্য বিনিয়োগকারীদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে। যদিও স্টক এক্সচেঞ্জকে এ-সংক্রান্ত কোনো তথ্য জানায়নি রিজেন্ট টেক্সটাইল। এমনকি ২০২১-২২-এর নিরীক্ষিত আর্থিক তথ্য ও ২০২২-২৩ হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রকাশ করেনি কোম্পানিটি। ফলে কোম্পানিটির প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক তথ্য জানতে পারছেন না বিনিয়োগকারীরা।
জানা যায়, সর্বশেষ ২০২০-২১ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক তথ্য প্রকাশ করেছে রিজেন্ট টেক্সটাইল। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাববছরে রিজেন্ট টেক্সটাইলের আয় হয়েছে ১১০ কোটি ৮৭ লাখ টাকা, আগের হিসাববছরে যা ছিল ৮৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি, আগের হিসাববছরে যা ছিল প্রায় ৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে প্রায় ১৭ কোটি টাকা। ২০২১ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ৬২ পয়সা, আগের বছরে যা ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২১ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৫২ পয়সা, আগের বছরের একই সময় ছিল ২৮ টাকা ৪৬ পয়সা। আলোচ্য হিসাববছরে কোনো লভ্যাংশের সুপারিশ করেনি রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। অপরদিকে ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের এক শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারকে এক শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে রিজেন্ট টেক্সটাইল। সেই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় ছিল ৯৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৪৬ পয়সায়, আগের হিসাববছর শেষে যা ছিল ৩০ টাকা ২১ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গতকাল রিজেন্ট টেক্সটাইল শেয়ারের সমাপনী দর ছিল ৩ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনি¤œ ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩ টাকা ৩০ পয়সা ও ৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ গত এক বছরের সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারের দর হারিয়েছে ছয় টাকা ৫০ পয়সা। জানা যায়, ব্যবসায়ী হাবিব উল্লাহ মিয়ার ট্রেডিং ব্যবসায়ের মাধ্যমে ১৯৪৭ সালে হাবিব গ্রুপের যাত্রা শুরু হয়। পাকিস্তান আমলে যেসব বনেদি ব্যবসায়ী ছিলেন হাবিব মিয়া তাদের একজন। তার বাবা নজু মিয়া সওদাগর ছিলেন প্রতিথযশা ব্যবসায়ী। ছিলেন আসাম-বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। ১৯৮১ সালে হাবিব মিয়ার মৃত্যুর পর গ্রুপের হাল ধরেন তিন সন্তান ইয়াকুব আলী, মাহবুব আলী ও ইয়াসিন আলী। তিনজনই টেক্সটাইল থেকে শুরু করে বিদ্যুৎ, সার, সিমেন্ট, জাহাজ ভাঙা, এয়ারলাইনস ব্যবসাসহ মোট ২০টি শিল্প ইউনিটে রূপান্তর করেন। কিন্তু নানা কারণে ডুবেছে হাবিব গ্রুপের ব্যবসা। তাদের কাছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি পাওনার পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা। আর খেলাপি পাওনা আদায়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলো অর্থঋণ আদালতে মামলা দায়ের করেছে।
কবির আহমেদ চৌধুরী নামের একজন বিনিয়োগকারী বলেন, ২০১৬ সালে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার কিনি ২২ টাকায়। কমতে কমতে তিন টাকা ৭০ পয়সায় এসে ঠেকেছে। এখন কমিশনের উচিত হবে সাধারণ বিনিয়োগকারীদের মধ্য থেকে পরিচালক নিয়োগ ও নতুন পরিচালক নিয়ে বোর্ড গঠন করা। এ কোম্পানির জমি, কারখানা ও ব্যাংকে কোটি কোটি টাকা ডিপোজিট আছে। কমিশনের উচিত বিশেষ কমিটি গঠন করে কারখানা চালু করা। রিজেন্ট টেক্সটাইলের সাবেক এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিজেন্ট টেক্সটাইলের বকেয়া বিলের কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই বছর ধরে আমাদের বেতন বন্ধ। অথচ মালিক পক্ষ সবসময় বলে আবারও কারখানা চালু হবে। কিন্তু কোনো উদ্যোগ নেই। মালিকপক্ষের সব শেয়ার লিয়েন করা আছে। ফলে বিপুল পরিমাণে দেনা নিয়ে কেউ এ প্রতিষ্ঠানের দায়িত্ব কেউ নেবে বলে মনে হয় না।