মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি’ করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীদের একাংশ। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তারা এ কর্মসূচি পালন করেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৭ সালে বিজ্ঞান অনুষদের অধীনে প্রতিষ্ঠিত হয় ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি’ বিভাগ। পরে ২০২২ সালে স্বাক্ষর জালিয়াতি করে বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট’।
বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘ফ্যাসিষ্ট সরকারের আমলে আমরা সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছি। জালিয়াতি করে আমাদের বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। যা সম্পূর্ণ আইন বহির্ভূত। সেশন জট, নাম পরিবর্তনসহ বিভিন্ন দাবি নিয়ে গত ৫ মাস থেকে আমরা বিভিন্ন কর্মসূচি করছি। কিন্তু প্রশাসন এর কোনো সমাধান দিচ্ছে না। আমাদের দাবির কোনো সমাধান না করলে আমরা প্রয়োজনে আদালতে যাবো। আমরা বিভাগের নাম নিয়ে প্রশাসনকে কোনো ছাড় দিবো না।’
বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ ৫ মাস তালবাহানা করেছে। এবার যদি কোনোক্রমে ২৯ তারিখের একাডেমিক কাউন্সিল পরবর্তী সিন্ডিকেটে আমাদের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও যদি তালবাহানা করা হয় তাহলে তার পরবর্তী দিন থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহন করা হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের যেকোনো কার্যক্রমের জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।’
প্রসঙ্গত, এর আগে বিভাগটির একাংশ শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবিতে বিভাগের নামফলক ভাংচুর করে। পরে ভাংচুরের বিষয়ে তদন্ত কমিটি গঠিত হয়। এছাড়াও তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে।