শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাকটিয়াদীতে ফসলি জমি রক্ষার্থে 'বালু উত্তলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন'

কটিয়াদীতে ফসলি জমি রক্ষার্থে ‘বালু উত্তলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন’

রতন ঘোষ: কটিয়াদীতে ফসলি জমি রক্ষার্থে বালু উত্তলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের হোনারবাড়ি গ্রামের গৃহবধূ মমতাজ বেগম এক সংবাদ সম্মেলনে বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল তাদের ফসলি জমির পাশে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তলন করে রমরমা ব্যবসা করে আসছে। বালু উত্তলন করার ফলে আসে পাশের ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। দিনের পর দিন বালু উত্তলন করার কারণে জমি ক্রমেই ভেঙে পরছে।

মমতাজ বেগম জানান, এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলা অফিসার র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করলে সম্প্রতি উপজেলা ভুমি কমিশনার সরেজমিন পরিদর্শনে এসে অবৈধ এই বালু উত্তলন বন্ধের নির্দেশ দেন। কিছুদিন বালু উত্তলন বন্ধ হলেও গোপনে বালু তোলে বিক্রি করছে।

গৃহবধূ মমতাজ বেগমের স্বামী সিরাজ উদ্দিন বলেন, বালু উত্তলনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় বালু খেকো মিজান মিয়া পারিবারিক এক কলহে অতি সম্প্রতি তার পিতাকে নিজেই মারধোর করে। পরে জব্দ করার জন্য তিনি ও তার ভাগ্নে কামালসহ আরও কয়েকজন নিরীহ লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে মমতাজ বেগম বালু খেকোদের কাছ থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments